আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২২ জানুয়ারি: এক বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগে তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বুধবার বেলিয়াবেড়া এলাকার চোরচিতা গ্রামে স্থানীয় আশকলা গ্রামের বিজেপি কর্মী বিকাশ বাগের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে চোরচিতার অঞ্চল সভাপতি রাজীব কর সহ তৃণমূলের চারজন কর্মীর বিরুদ্ধে। হামলার ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান ওই বিজেপি কর্মী। এজন্য অঞ্চল সভাপতি সহ চারজনের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ এনে জামিন অযোগ্য ধারায় মামলা করেছে পুলিশ। মাথায় গুরুতর আঘাত নিয়ে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিজেপি কর্মী বিকাশ বাগ।
এদিকে অভিযুক্ত রাজীব করের স্ত্রী সাগরিকা কর হামলা চালানোর পাল্টা অভিযোগ করেছেন সাতজন বিজেপি কর্মীর বিরুদ্ধে। সেই পরিপ্রেক্ষিতে বিজেপি কর্মীদের বিরুদ্ধেও পাল্টা মামলা রুজু হয়েছে। তবে এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি বলে জানা গেছে।
জেলা তৃণমূলের এক নেতা অভিযোগ করেন, বুধবার বিজেপির লোকজনই রাজীবের বাড়িতে হামলা চালিয়ে তাঁর স্ত্রীকে মারধর করেছে। বিজেপির গোপীবল্লভপুর দু’নম্বর মন্ডলের সাধারণ সম্পাদক বিপ্লব মন্ডলের অভিযোগ, যাদের নামে অভিযোগ করা হয়েছে তারা সকলেই ঘুরে বেড়াচ্ছে। পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। গ্রেপ্তার না করলে বড়সড় আন্দোলনে নামবে বিজেপি।
অন্যদিকে, দু’পক্ষের অভিযোগ পাল্টা অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং তারপরেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে ঝাড়গ্রাম লজেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে।