আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২২ জানুয়ারি: রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের সমস্ত নিয়ম মেনে শুক্রবার সকাল থেকে করোনা ভ্যাকসিন নিচ্ছেন উত্তর ব্যারাকপুর পৌরসভার স্বাস্থ্য কর্মীরা। উত্তর ব্যারাকপুর পৌরসভার মনিরামপুর স্বাস্থ্য কেন্দ্রে নির্দিষ্ট পরিচয় পত্র দেখিয়ে, শারীরিক পরীক্ষা করে স্বাস্থ্য কর্মীরা করোনা ভ্যাকসিন নিচ্ছেন। গোটা প্রক্রিয়ায় উৎসাহিত উত্তর ব্যারাকপুর পৌরসভার স্বাস্থ্য কর্মীরা।
উত্তর ব্যারাকপুর পৌরসভার মনিরামপুর স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে পৌরসভার স্বাস্থ্য কর্মীদের ভ্যাকসিন নেওয়ার প্রক্রিয়া খতিয়ে দেখেন উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক মলয় ঘোষ ও অন্যান্য প্রশাসক মণ্ডলীর সদস্যরা। পৌর প্রশাসক মলয় ঘোষ বলেন, “রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের নিয়ম মেনে আজকে পৌরসভার মোট ৯৮ জন স্বাস্থ্য কর্মীকে করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আমাদের পৌরসভার স্বাস্থ্য কর্মীরা করোনা যোদ্ধা হিসেবে ভাল কাজ করেছেন, তাই তাদের আগে এই ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। সকলেই ভ্যাকসিন নিচ্ছেন। কোনও সমস্যা নেই কারুর মধ্যে।”
উত্তর ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে করোনা ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে যে উৎসাহ দেখা যাচ্ছে, তা আশাব্যঞ্জক। স্বাস্থ্য কর্মীরা বলেন, ভ্যাকসিন নিয়ে তারা অনেকটাই নিশ্চিন্ত, অন্তত করোনা থেকে দূরে থাকা সম্ভব হবে। প্রশাসন সূত্রে জানা গেছে, পর্যায় ক্রমে আগামীতে সাধারন মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। প্রত্যেকেই পাবে করোনা ভ্যাকসিন।