দিদিকে এবং দুয়ারে সরকারকে বলেও রাস্তা পাকা হয়নি, প্রতিবাদে ভোট বয়কটের সিদ্ধান্ত হেমতাবাদে

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২২ জানুয়ারি: দিদিকে বলো থেকে শুরু করে দুয়ারে সরকার এমনকি পাড়ায় পাড়ায় সমাধান রাজ্য সরকারের সবকটি কর্মসূচিতে জানিয়েও কোনও সুরাহা হয়নি এলাকার ২০০ মিটার বেহাল কাঁচা রাস্তার। এবার তাই রাস্তা নির্মানের দাবিতে বাধ্য হয়ে ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের মহাজম বাড়ি এলাকার বাসিন্দারা।

উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের হেমতাবাদ গ্রামপঞ্চায়েতের কাশিমপুর, টিটিহি, ভাসিডাঙা, শীতলপুর, হয়ে মহাজম বাড়ি গ্রাম পর্যন্ত তিন কিলোমিটার রাস্তার প্রায় সম্পূর্ণ অংশই পাকা হলেও কোনও এক অজ্ঞাত কারনে এই রাস্তার মাঝের ২০০ মিটার অংশ শুরু থেকেই কাঁচা মাটির রাস্তাই রয়ে গিয়েছে। এলাকার বাসিন্দা জয়ন্ত রায়, আবদুল কাদের, জিতেন দাসরা অভিযোগ করে বলেন, স্থানীয় পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসনের কাছে রাস্তার ওইটুকু অংশ পাকা করে দেওয়ার জন্য বহুবার দরবার করেছি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ” দিদিকে বলো “, দুয়ারে সরকার ” এমনকি ” পাড়ায় পাড়ায় সমাধান ” কর্মসূচীতে আবেদন করেও কোনও সুরাহা মেলেনি। ওই কাঁচা রাস্তা দিয়ে বর্ষায় চলাচলে চরম সমস্যার সন্মুখীন হতে হয় গ্রামের বাসিন্দাদের। সমস্যায় পড়েন গ্রাম থেকে রোগী ও প্রসূতিদের সদর হাসপাতালে নিয়ে যাওয়া বা স্কুল কলেজে যাওয়া ছাত্রছাত্রীরা।

প্রশাসনের সব স্তরে সমস্যার কথা জানিয়েও কোনও সুরাহা না হওয়ায় তাঁরা বাধ্য হয়ে রাস্তার দাবিতে ভোট বয়কট আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছেন। স্থানীয় গ্রামপঞ্চায়েত সদস্য বিপুল বর্মন জানিয়েছেন, পঞ্চায়েতটি তৃণমূল কংগ্রেসের দখলে। আমি বহুবার আমার এলাকার এই রাস্তাটি পাকা করে দেওয়ার দাবি জানিয়েছি, কিন্তু পঞ্চায়েত বোর্ড আমি বিরোধী দলের সদস্য হওয়ায় এই কাজ করেনি। ফলে চরম দুর্ভোগে রয়েছেন এলাকার বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *