Bankura, Medical College, বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্বিক উন্নতির লক্ষ্যে বৈঠক

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২১ ফেব্রুয়ারি: বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠকে সার্বিক বিকাশে জোর দেওয়া হয়।আজ হাসপাতালে আয়োজিত বৈঠকে সরকারি প্রতিনিধি হিসাবে সাংসদ অরূপ চক্রবর্তী উপস্থিত ছিলেন। বৈঠকে হাসপাতালের সার্বিক পরিস্থিতি, চিকিৎসক সমস্যা, গ্রুপ ডি কর্মী, ক্রমবর্ধমান রোগীর সংখ্যা ও তাদের চিকিৎসা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে সাংসদ অরূপ চক্রবর্তী বলেন, হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা আরো উন্নত করার পাশাপাশি কর্মী ঘাটতি নিয়ে আলোচনা হয়েছে।হাসপাতালে দিন দিন রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তা সামাল দিতে অত্যাধুনিক যন্ত্রপাতি প্রয়োজন। বর্তমানে ১১০০ শয্যা রয়েছে, সেখানে এর ঢের বেশি রোগী আসে, জেলা ছাড়াও পার্শ্ববর্তী পুরুলিয়া, মেদিনীপুর সহ ঝাড়খণ্ড, বিহার থেকেও রোগী আসে চিকিৎসার জন্য।

বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল ডাঃ পঞ্চানন কুন্ডু জানান, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বৈঠক হয়।বৈঠকে চেয়ারম্যান, কনভেনার, দুজন সম্মানীয় সদস্য নার্সিং সুপারিনটেনডেন্ট উপস্থিত ছিলেন।

হাসপাতাল সুপার ডাঃ অর্পন গোস্বামী জানান, হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। রাজ্যের সেরা হাসপাতালে পরিণত করতে প্রচেষ্টা চালানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *