পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ ফেব্রুয়ারি: আজ ২১ ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এদিন ঘাটালের মহকুমার শাসক সুমন বিশ্বাস এক রক্তদান শিবিরের আয়োজন করেন ঘাটাল মহকুমা শাসক কার্যালয়য়ের প্রগতি সভা কক্ষে। ১২০ জন রক্তদাতা এদিন রক্তদান করেন। জাতি ধর্ম নির্বিশেষে রক্তদান পর্ব শেষ হয়।
রক্তদান করেন সমাজসেবী থেকে শুরু করে ২ নম্বর দাসপুর ব্লকের বিএলআরও দুর্জয়বাবু সস্ত্রীক। বাবা তৃণাঙ্কুর বাবুর হাত ধরে রক্তদান করতে আসে তার মেয়ে। রক্তদাতাদের উৎসাহিত করতে এবং সমাজকে সুরক্ষিত রাখতে এক অভিনব উদ্যোগ নেন মহকুমা শাসক। সমাজের সমস্ত মোটর সাইকেল চালকদের সেফ ড্রাইভ সেভ লাইফ স্মরণ করিয়ে সব রক্তদাতাদের হাতে তুলে দেন একটি করে হেলমেট।