আমাদের ভারত, ২১ ফেব্রুয়ারি: “কোথায় চলেছ প্রভু, এ বার থামো”, পশ্চিমবঙ্গের রাজ্যপাল প্রসঙ্গে ব্রাত্য বসুর উক্তি। এই খবরকে উপলক্ষ্য করে কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
তথাগতবাবু শুক্রবার এক্সবার্তায় লিখেছেন, “রাজ্যপাল নিজের এক্তিয়ারের বাইরে একটি কাজও করেননি। আর ওই ‘যুক্তরাষ্ট্রীয় কাঠামো’র গল্প শুনতে শুনতে কান পচে গেল।
জানি আপনি ইয়াব্বড় নাট্যকার, কিন্তু জীবনটা থ্যাটার নয়। ওসব করতে গেলে চিৎপুরে যান।”
প্রসঙ্গত, উচ্চশিক্ষার নীতিতে পরিবর্তন আনার নামে উপাচার্য নিয়োগের সমস্ত ক্ষমতা রাজ্যের হাত থেকে কেড়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷ বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় উপাচার্য নিয়োগ নিয়ে বলতে গিয়ে এমনটাই জানান শিক্ষামন্ত্রী। বিধানসভায় কেন্দ্রীয় নীতির পাল্টা প্রস্তাব আনা হয়৷ শিক্ষামন্ত্রী বলেন, “বিশ্ববিদ্যালয়ের জমি খুঁজে বের করে নির্মাণ করা, অধ্যাপক ও কর্মচারীদের বেতন, ছাত্রদের পড়াশোনার খরচ সব রাজ্য সরকার দেবে। আর উপাচার্য ঠিক করবে কেন্দ্র! এটা গৈরিকীকরণ ছাড়া আর কিছু নয়। তাই আমরা কেন্দ্রের সার্চ কমিটির বিরুদ্ধে নতুন শিক্ষানীতি পেশ করেছি।”