Tathagata, Hindu, হিন্দু মেয়েকে ধর্মান্তরিত করার চেষ্টার ভিডিও-সহ কটাক্ষ তথাগতর

আমাদের ভারত, ২১ ফেব্রুয়ারি: হিন্দু মেয়েকে ধর্মান্তরিত করার চেষ্টার ভিডিও-সহ মুসলিমদের একহাত নিলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

শুক্রবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “মন দিয়ে শুনুন, কিভাবে কাঠমোল্লা একটি বাচ্চা মেয়েকে উল্টাপাল্টা বোঝাচ্ছে। বাস্তবে ইসলামে ধর্মের নিয়মকানুন তো সবই দৈনন্দিন কাজকর্মের, যেমন কিভাবে খেতে হবে, কখন নমাজ পড়তে হবে, কিভাবে অভিবাদন করতে হবে, কিভাবে পায়খানা করতে হবে, এই সব- আমাদের সাংখ্য, পাতঞ্জল, মীমাংসার মধ্যে যে দর্শন আছে তার ছিটেফোঁটাও কোরান-হাদিসে নেই। তাহলে মিলবার প্রশ্ন উঠছে কোথা থেকে? আর মেয়েটিকে তো বলাও হল না, তুমি ইসলামে এলে তোমার স্বামীর অধিকার থাকবে তোমাকে মারধর করার!”

সঙ্গে একটি ভিডিও যুক্ত করে দিয়েছেন তথাগতবাবু। তাতে লেখা, জামাতি সাংবাদিক আল-তাকিয়ার মাধ্যমে হিন্দু মেয়েকে ধর্মান্তরিত করার চেষ্টা করছেন। তারা যত শিক্ষিতই হোক না কেন, সবাই একই রকম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *