পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ মার্চ: মঙ্গলবার মেদিনীপুরের মাটিতে পা দিয়েই অভিভূত বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, মেদিনীপুর আন্দোলনের ভূমি। আন্দোলন কিভাবে করতে হয় সেটা মেদিনীপুর শিখিয়েছে সারা ভারতবর্ষকে। মেদিনীপুরের মানুষ যেভাবে আমাকে ভালোবাসা, সম্মান দিয়ে স্বাগত জানালেন, তাতে আমি অভিভূত।
তৃণমূলের প্রার্থী নিয়ে কি বলবেন? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অগ্নিমিত্রার জবাব, তৃণমূল কংগ্রেস কিংবা সিপিএমের কে প্রার্থী হচ্ছে তা আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ না, আমাদের লড়াই নীতি ও আদর্শের লড়াই। তৃণমূলের যে অত্যাচার, দুর্নীতি, মহিলাদেরকে অসম্মান করা, তার বিরুদ্ধে আমাদের এই লড়াই। আমরা যে কথা দিয়েছি, ‘ইসবার ৪০০ পার,” তা যেন আমরা রাখতে পারি। পশ্চিমবঙ্গেও ৪২- এর মধ্যে ৪২টি আসনে আমরা জিতব। মেদিনীপুরও তার মধ্যে পড়ে।
এদিন দিলীপ ঘোষকে সন্মান জানিয়ে অগ্নিমিত্রা পাল বলেন, দিলীপদা’র হাত ধরে আমি পার্টিতে এসেছি। রাজনীতিতে আমার বয়স মাত্র পাঁচ বছর। ২০১৯ সালের ২৩ মার্চ আমি বিজেপিতে যোগদান করি। আর এক বছরের মধ্যে দিলীপ দা আমাকে মহিলা মোর্চার সভানেত্রী করেছেন। সেই দিলীপ দার আশীর্বাদ নিয়েই আমি দিলীপদার সাংসদ এলাকায় লড়তে এসেছি। সুতরাং জিত ১০০ শতাংশ হবেই।