পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৩১ অক্টোবর: ঘুর্ণিঝড় ‘ডানা’র প্রভাবে প্রবল বর্ষনের পর কোলাঘাটের দেহাটী ও টোপা-ড্রেনেজ, গাজই প্রভৃতি খাল সংলগ্ন এলাকায় পূর্বের নিম্নচাপজনিত বর্ষণে যতদূর পর্যন্ত জলস্তর উঠেছিল,(যা পরে খানিকটা কমেছিল) ‘ডানা’র পর বর্তমানে আবার একই রকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখনও সিদ্ধা-১, বৃন্দাবনচক, পুলশিটা, সাগরবাড় গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ২০-২৫ টি গ্রামের রাস্তায় হাঁটু সমান জল। এলাকায় সমস্ত আবর্জনা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। কিন্তু ওই খালগুলি মজে থাকার কারণে ও পানশিলায় দেহাটী ব্রিজের নীচে জলনিকাশীতে বাধাসৃষ্টিকারী কাঠামো অপসারণ না হওয়ায় বর্তমানে ওই জমা জল বের হচ্ছে খুব ধীর গতিতে।
এই অবস্থায় পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙ্গন প্রতিরোধ কমিটির কোলাঘাট ব্লক শাখার পক্ষ থেকে আজ জেলা শাসক, মহকুমা শাসক, বিডিওকে স্মারকলিপি দিয়ে দ্রুত এলাকা পরিদর্শন করে প্রতিদিন দেহাটী লকগেটের ফ্ল্যাপ সাটার সর্বক্ষণের জন্য তোলা ও গিয়ার সাটার তোলা-ফেলার বন্দোবস্তের দাবি জানানো হয়েছে।
কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, প্রায় দেড় মাসের বেশি সময় ধরে ওই গ্রামগুলি জলমগ্ন রয়েছে। ফলস্বরূপ ঐ গ্রামগুলির জনজীবন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এলাকার বেশ কিছু প্রাথমিক বিদ্যালয় চত্বর জলের তলায়। অবিলম্বে জমা জল দ্রুত বের করার জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।