পার্থ খাঁ, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩১ অক্টোবর: পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার সচিন্দপুর উত্তরপাড়া গ্রামে কালীপুজোর সময় বন্যার জল ঢুকে পড়েছে। কিন্তু এমন প্রতিকূল পরিস্থিতিতেও গ্রামবাসীরা নিজেদের ঐতিহ্য ও বিশ্বাসের প্রতি অবিচল থেকে কালীপুজোর আয়োজন করেছেন। প্রতিবছরই এই সময় ঘাটালের বিভিন্ন অঞ্চল বন্যার কবলে পড়ে, আর তাতে সচিন্দপুরও বাদ যায় না। তবু, গ্রামের মানুষজনের পুজো করার ইচ্ছা ও মাতৃ আরাধনার প্রতি ভক্তি দেখে আপামর জনগণের মায়ের প্রতি শ্রদ্ধা ও আস্থার দিকটিই ফুটে ওঠে।
এই পরিস্থিতিতে গ্রামের মানুষজন যে কেবল নিজেদের ঐতিহ্য ধরে রেখেছেন তাই নয়, বরং তারা উৎসবের রঙেও ভরিয়ে তুলেছেন এই দুর্যোগকে। ছোট ছোট বাচ্চাদের উচ্ছ্বাস, মহিলাদের মন্ত্রোচ্চারণ আর গ্রামের প্রবীণদের উৎসাহে মায়ের আরাধনায় যেন কোনো খামতি থাকেনি। প্রতিকূল পরিস্থিতি তাদের মানসিক শক্তিকে আরো মজবুত করেছে, আর মা কালীও যেন তাঁদের এ অনমনীয় ভক্তির জবাব দিয়েছেন অমিত সাহস আর আর্শীবাদের মাধ্যমে।
গ্রামবাসীদের ভাষায়, “এই পরিস্থিতিতে পূজা করা কঠিন হলেও আমাদের বিশ্বাস ও ঐতিহ্যের প্রতি অবিচল থেকেছি আমরা। মায়ের পুজো তো শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের হৃদয়ের আরাধনা।”