পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩১ অক্টোবর: আগামী ১৩ নভেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর বিধানসভা কেন্দ্র সহ রাজ্যের ছটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এই অবস্থায় রাজ্যের শাসক দল থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলগুলি প্রার্থী ঘোষণা সহ মনোনয়ন পর্বও শেষ করে ফেলেছে। শুরু হয়েছে ভোট প্রচার।
মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের হয়ে লড়াই করতে নেমেছেন সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা। ইতিমধ্যেই দিনরাত এক করে প্রচার কাজে নেমে পড়েছেন তিনি। পাশাপাশি সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি করতে কর্মীরা নেমেছেন ময়দানে। বৃহস্পতিবার বিকেলে মেদিনীপুর শহরে ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সুজয় হাজরা নির্বাচনী কর্মী বৈঠকের আয়োজন করেন।
উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর সৌরভ বসু, দিনেন রায়, বিশ্বনাথ পান্ডব, ভানু পরিয়া, প্রদ্যুৎ ঘোষ সহ জেলার অন্যতম নেতা-নেত্রীরা। এদিন এলাকায় সাধারণ মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।