Bharti Ghosh, Gopivallabhpur, গোপীবল্লভপুরে আদি ফাইভ রাইফেল ফ্রেন্ডস ক্লাবের কালী পুজোর উদ্বোধনে ভারতী ঘোষ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১ নভেম্বর: গোপীবল্লভপুর ১ এর ৫ নং অঞ্চলের আদি ফাইভ রাইফেল ফ্রেন্ডস ক্লাবের কালী পুজোর উদ্বোধন করলেন প্রাক্তন আইপিএস অফিসার তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষ। একদা মাওবাদী অধ্যুষিত জঙ্গল মহলের গোপীবল্লভপুর এলাকার পুলিশ সুপার ছিলেন ভারতী ঘোষ।

এদিন তিনি পুজোর উদ্বোধনে এসে রাজ্যের আবাস দুর্নীতি সহ ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেন। তিনি এই ক্লাবের ভূয়সী প্রশংসা করে বলেন, এখন বহু সাধারণ মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে উৎসব অনুষ্ঠানে, কিন্তু একসময় ঝাড়গ্রামের এই গোপীবল্লভপুর এলাকা ছিলো মাওবাদীদের দখলে। তখন সাধারণ মানুষ ভয়ে বাইরে বের হতো না।

বিজেপি নেত্রী তথা প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষের পাশাপাশি ক্লাবের সম্পাদক তপন ধেউরি জানান, ৪৬ তম বর্ষে পদার্পণ করলো এই শ্যামা পুজো। ৫ জন বন্ধু মিলে এই পুজো প্রথম শুরু হয়। পরবর্তীতে দুই বন্ধু মারা যাবার পর বর্তমানে এই পুজোর দায়িত্ব তুলে নেন ক্লাবের অন্যান্য সদসরা। এই ক্লাব বিভিন্ন সময়ে বস্ত্র বিতরণ, রক্তদান শিবির সহ একাধিক সামাজিক কাজকর্মে যুক্ত থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *