গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ২৭ সেপ্টেম্বর: খানাকুলের রাজহাটি এক নম্বর পঞ্চায়েতের রাধাকৃষ্ণপুরের সামন্ত পাড়া ও প্রামাণিক পাড়া এলাকা এখনো জলমগ্ন হয়ে রয়েছে। বাড়ির একতলা পর্যন্ত জলমগ্ন হয়েছিল। এখন বাড়ি থেকে জল নেমেছে।
ওই এলাকায় খাবার ও পানীয় জলের প্রচন্ড হারে সঙ্কট দেখা দিয়েছে। এলাকার মানুষের অভিযোগ, পঞ্চায়েত ও প্রশাসনের তরফ থেকে কোনো রকম কেউ যোগাযোগ করেনি। এখনো চারিদিক জলমগ্ন থাকায় এলাকার মানুষের গরু বাড়ির ছাদের ওপর রেখেছে। খাবার জুটছে না গরুদের। ত্রাণ না পেয়ে ক্ষোভ এলাকাবাসীদের। বাজার হাট করতে গেলে একমাত্র নৌকায় তাদের ভরসা।
তাদের দাবি, আমাদের এলাকায় প্রশাসনের তরফ থেকে খাবার সামগ্রী ও পানীয় জল না পেলে আমাদের না খেয়ে অনাহারে দিন কাটাতে হবে।
রাধাকৃষ্ণপুর এলাকার বাসিন্দা দেবশ্রী সামন্ত ও ঝুমা প্রামাণিক জানান, আমাদের বাড়ি, পুরো একতলা পর্যন্ত জল জমে থাকায় ছাদে আশ্রয় নেওয়া হয়েছিল। আমরা ক’দিন না খেয়ে কাটিয়েছি। গৃহপালিত পশু গরুকে ছাদের উপরে এখনো রাখা হয়েছে। চারিদিকে জল ও খাবার পাওয়া যায় না। আমরা খুব কষ্টে আছি, আমরা কোনো সুযোগ সুবিধা সরকারি তরফ থেকে এখনো পর্যন্ত পাইনি। আমাদের খাবার ও পানীয় জলের খুবই সঙ্কট দেখা দিয়েছে। হাট বাজার করতে গেলে আমাদের নৌকা নিয়ে রাজহাটি এলাকায় গিয়ে বাজার করে নিয়ে আসতে হয়। এখনো কোনো কোনো জায়গায় এক কোমর বা এক মানুষ সমান জল হয়ে রয়েছে।