গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ২৭ সেপ্টেম্বর: আরামবাগের আরান্ডি, মাধবপুর, রানহাট, হেলান এলাকাগুলিতে জলে ডুবে ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে। তাদের স্থান হয়েছে রাস্তার ধারে। খাবার ও পানীয় জল পাচ্ছে না বন্যা দুর্গতরা।
এদিকে গত ৫/৬ দিন ধরে ভারত সেবাশ্রম ও পুরনো হিন্দু মিলন মন্দির কমিটির সহযোগিতায় বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে ভারত সেবাশ্রম ও রানহাট হিন্দু মিলন মন্দির কমিটির পক্ষ থেকে। ভারত সেবাশ্রম ও হিন্দু মিলন মন্দিরের পক্ষ থেকে রান্না করা খাবার বন্যা দুর্গতদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এতে করে বানভাসিরা খুবই খুশি।
ওই এলাকার দুর্গতরা বলেন, জলে আমাদের সব ভেসে গিয়েছে, খাবারটুকুও পাচ্ছি না। এই অসময়ে ভারত সেবাশ্রম ও হিন্দু মিলন মন্দির কমিটি পক্ষ থেকে গত পাঁচ দিন ধরে আমাদের খাবার দেওয়া হচ্ছে। অথচ সরকারের পক্ষ থেকে কোনোরকম ত্রাণ সামগ্রী এখনো পর্যন্ত পাইনি।
তারাশঙ্কর ঘোষ নামে এক ব্যক্তি জানান, আমরা বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছি। যাতে ওনাদের কোনরকম অসুবিধা না হয় সেই কথা মাথায় রেখে আমরা খাবারের আয়োজন করেছি। ৫-৬ দিন ধরে ড্রাই ফুড ও খিচুড়ি রান্না করে এলাকায় এলাকায় পৌঁছে দিচ্ছে ভারত সেবাশ্রম ও হিন্দু মিলন মন্দিরের পক্ষ থেকে।