সকালে বিটিরোডে দৌড়লেন ব্যারাকপুরের নগরপাল মনোজ ভার্মা

অলোক ঘোষ, উত্তর ২৪ পরগনা: পথ চলার সময় মানুষ যাতে সচেতন থাকে তার জন্য নিজেই পথে নামলেন ব্যারাকপুরের নগরপাল মনোজ ভার্মা। বিটিরোডে প্রায় ৬ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নিলেন তিনি, উৎসাহিত করলেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের।

৩২তম পথ নিরাপত্তা মাস পালন উপলক্ষে রবিবার সকালে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে ৬ কিলোমিটার সড়ক পথে ম্যারাথন দৌড়ের সূচনা হল বরানগর প্রগতি সংঘের মাঠ থেকে। দৌড় শেষ হয় পানিহাটি স্পোর্টিং ক্লাবের মাঠে। আজকের এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অন্য প্রতিযোগীদের সাথে অংশ নেন বারাকপুরের নগরপাল মনোজ ভার্মা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

প্রতিযোগিতা শেষে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সফল প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট অঞ্চলের প্রায় ১ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করে আজকের এই ম্যারাথন দৌড় প্রিযোগিতায়। বরানগর থেকে পানিহাটি পর্যন্ত বিটি রোড ধরে ৬ কিমি ম্যারাথন দৌড়ে অংশ নেন প্রতিযোগীরা। এদিন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা নাগরিকদের সচেতন করে বলেন, যাতে তারা ট্রাফিক আইন মেনে চলেন এবং প্রশাসনকে সহযোগিতা করেন। তিনি বলেন, পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে এই উদ্যোগ প্রশাসনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *