লকডাউনে মাথা উঁচু করে বাঁচার লড়াই, নারী শক্তি সম্মান বাগনানের ৭ নারীকে

আমাদের ভারত, হাওড়া, ৬ ফেব্রুয়ারি: করোনা কেড়ে নিয়েছে অধিকাংশ মহিলার স্বামীর কাজ। লকডাউনে অর্থের সংস্থান বন্ধ হয়ে যাওয়ায় অন্ধকারে হারিয়ে যেতে বসেছিল এইসব পরিবার। যদিও নিজেদের পরিবারগুলিকে অন্ধকারে হারিয়ে যেতে না দিয়ে কোমর বেঁধে রাস্তায় নেমেছিল বাগনান ১ মহিলা বিকাশের ৭ মহিলা। বাজারে আনাজ বিক্রি থেকে বাড়ি বাড়ি ঘুরে ঘেঁষ বিক্রি, মুরগির ছাঁট বিক্রি থেকে ফল বিক্রি করে পরিবারের মুখে হাসি ফুটিয়েছে এই ৭ মহিলা। নিজেদের নারী শক্তিকে জাগ্রত করে মাথা উঁচু করে বাঁচার পথ বাতলেছে এই মহিলারা। আর শনিবার এই ৭ মহিলাকে নারী শক্তি সম্মানে সম্মানিত করল বাগনান ১ মহিলা বিকাশ। শনিবার বাঙালপুরে সংগঠনের ২৩ তম বাৎসরিক সম্মেলনে এই ৭ মহিলার হাতে তুলে দেওয়া হয় মানপত্র। পরিয়ে দেওয়া হয় শাল। নিজেরা সম্মানিত হতে পেরে খুশি এই মহিলারা।

লকডাউনে যখন কাজ হারিয়ে দিশেহারা বাগনানের বিভিন্ন এলাকার মানুষ তখন বাগনানের এই ৭ মহিলা আতঙ্কে না ভুগে পরিবারের সদস্যদের মুখে অন্ন তুলে দেওয়ার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছিল। বাড়ির চৌকাঠ পেরিয়ে রাস্তায় নেমেছিল তারা। যদিও তাদের এই পথ সুগম ছিল না। আত্মীয়-স্বজন প্রতিবেশীদের কাছ থেকে কটুক্তির পাশাপাশি অনেকক্ষেত্রে লাঞ্ছিতও হতে হয়েছিল তাদের। যদিও তাতে একটুও না দমে এই মহিলারা লড়াই করে নিজেদের পায়ে দাঁড়িয়ে পরিবারের মুখে হাসি ফুটিয়েছে। আর তাদের এই স্বীকৃতিকে সম্মান জানানোয় খুশি এই ৭ মহিলা। তাদের মতে এই সম্মান তাদের কাজে উৎসাহ যোগাবে।

অন্যদিকে, ৭ মহিলাকে সম্মান জানাতে পেরে খুশি বাগনান ১ মহিলা বিকাশের সভানেত্রী মাধুরী ঘোষ জানান, আমার ৩৫ হাজার মেয়ের মধ্যে এই ৭ মেয়েকে সম্মান জানাতে পেরে খুশি। তিনি জানান, মেয়ের কৃতিত্বে একজন মা যেরকম খুশি হয় আমিও সেইরকম হয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *