স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৭ ফেব্রুয়ারি: রায়গঞ্জ পুর এলাকার নাগরিকদের সুবিধার জন্য একাধিক উন্নয়ন মূলক পরিকল্পনা নিয়েছে তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পুরসভা। পুরনাগরিকদের দীর্ঘদিনের দাবি মেনে এবারে বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে উদ্যোগী হল পুর কর্তৃপক্ষ। শনিবার ২৫ নম্বর ওয়ার্ডে বিশুদ্ধ পানীয় জল প্রকল্পে জোন-২ এর শুভ উদ্বোধন হল।
শহরবাসীর দীর্ঘদিনের দাবি বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার। আগে এই প্রকল্প নিয়ে প্রাথমিক আলোচনা হলেও তা বাস্তবায়িত হয়নি। তৃণমূল কংগ্রেস প্রথমবার রায়গঞ্জ পৌরসভায় এসেই এই প্রকল্পের বাস্তবায়নে উদ্যোগী হয়। রাজ্য সরকারের সহযোগিতায় কাজ এগোতে থাকে দ্রুতগতিতে। শনিবার ২৫ নম্বর ওয়ার্ডের দেবীনগরে বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের জোন -২ এর উদ্বোধন হল। এই জোনের মাধ্যমে ১৩, ১৪, ২১, ২৪, ২৫, ২৬,ও ২৭ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়া যাবে। পরবর্তীতে শহরের প্রতিটি ওয়ার্ডের মানুষ এই পরিষেবার সুযোগ পাবেন।
চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস সহ উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার এবং কাউন্সিলররা। এই প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে ৮৬ কোটি টাকা।