আমাদের ভারত, কলকাতা, ২১ সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গে বন্যার জন্য ‘কেন্দ্রের দোষ’ মন্তব্য করে প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের তোপের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তথাগতবাবু শনিবার এক্স হ্যান্ডলে লিখেছেন, “একেবারে মূর্খ হবার কিছু সুবিধা আছে। ‘ওসব বুঝি না’ বলে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়ার ক্ষমতা শুধু মূর্খদেরই থাকে।
উজানে বাঁধের ধারণক্ষমতার অতিরিক্ত বৃষ্টি হলে ভাটিতে বন্যা হবে, হবেই। ‘ড্রেজিং’ কথাটা বোধ হয় মাননীয়া নতুন শিখেছেন, ওই প্রক্রিয়ায় জলাধারের নীচের পলি পরিষ্কার করা যায় না। বরঞ্চ উনি যদি নদীবাঁধগুলির রক্ষণাবেক্ষণে একটু মনোযোগ দিতেন তাহলে মানুষের দুর্দশা খানিকটা কমত। এই নদীবাঁধগুলির উপরে শাসক দলের দয়াময়রা পুরো জনবসতি বসিয়ে দিয়েছেন, আর নীচে ইঁদুররা নিজের কাজ করে যাচ্ছে।
পৃথিবীর সবরকম সমস্যার জন্য ‘কেন্দ্রের দোষ’ বলাটা মাননীয়া সিপিএমের কাছ থেকে খুব ভাল শিখেছেন।”