Suvendu নবান্ন অভিযানে ধৃত সকলেই মুক্ত, সন্তোষ প্রকাশ শুভেন্দুর

আমাদের ভারত, কলকাতা, ২১ সেপ্টেম্বর: “আমি এখন অবশেষে স্বস্তি পেয়েছি এই ভেবে যে সবাই থানা বা জেল থেকে বেরিয়ে গেছে।” শনিবার
এক্স হ্যান্ডলে এই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তিনি লিখেছেন, “মমতার পুলিশ নবান্ন অভিযানে অংশ নেওয়া ২০৫ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছিল। শুক্রবার নগর দায়রা আদালত থেকে জামিন মঞ্জুরের পর চূড়ান্ত পর্যায়ের ৭ জনকে মুক্তি দেওয়া হয়। শুধুমাত্র তারা আর জি কর-এর পিজিটি লেডি ডাক্তারের বিচার চাইছিল বলে তাদের অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছিল। ন্যায়ের জন্য লড়াই চলবে…।”

এই সাত জনের কারামুক্তির পর তাঁদের হর্ষধ্বণির ভিডিয়ো শুভেন্দুবাবু যুক্ত করেছেন তাঁর বার্তায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *