আমাদের ভারত, ২১ সেপ্টেম্বর: ডিভিসি-র সঙ্গে সংযোগ ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে চাইলে ডিভিসি সানন্দে সদর দফতর ধানবাদে সরিয়ে দেবে বলে মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
তথাগতবাবু শনিবার এক্স হ্যান্ডলে লিখেছেন, “মুখ্যমন্ত্রীর এমন বেহায়াপনার কথা শুনেছেন কখনও? দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি) পরিচালিত মাইথন এবং পাঞ্চেত বাঁধ থেকে ক্রমাগত জল ছাড়ার প্রতিবাদে পশ্চিমবঙ্গ সরকার ঝাড়খণ্ড থেকে ট্রাকের প্রবেশ বন্ধ করে দিয়েছিল। জল ছাড়ার ফলে নাকি পশ্চিম বর্ধমান ও মেদিনীপুর জেলার কিছু অংশে বন্যা দেখা দিয়েছে। ফলস্বরূপ, ঝাড়খণ্ড-পশ্চিমবঙ্গ সীমান্তের কাছে ২ নম্বর এবং ৪ নম্বর জাতীয় সড়কে হাজার হাজার ট্রাক আটকে পড়ে।
বাংলায় ‘মানব সৃষ্ট’ বন্যা করার জন্য ডিভিসিকে অভিযুক্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় এই কর্পোরেশনের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছেন। ডিভিসি আংশিকভাবে পশ্চিমবঙ্গ সরকারের মালিকানাধীন। আমি জানি না কীভাবে এই সংযোগ ছিন্ন করা যায়, তবে প্রয়োজনে ডিভিসি আনন্দের সাথে তার সদর দফতরকে ধানবাদে সরিয়ে দেবে।”