Ghatal, Agitation, বন্যায় ত্রাণ সহ বর্ষার পরে শিলাবতী নদী এলাকায় কাজ শুরুর দাবি, ঘাটাল বিডিও অফিসে বিক্ষোভের ডাক

পার্থ খাঁড়া, আমাদের ভারত, ২১ সেপ্টেম্বর: ঘাটাল মহকুমার স্থায়ী বন্যা নিয়ন্ত্রণের দাবিতে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটিকে দেখা যায় সারা বছরই আন্দোলনের ময়দানে। সেই কমিটির উদ্যোগে বন্যা দুর্গত এলাকার ভয়াবহ বন্যা পরিস্থিতি পরিদর্শনে আজ কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়কের নেতৃত্বে ৫ জনের এক প্রতিনিধি দল ঘাটাল ব্লকের অজবনগর ১ ও ২, দেওয়ানচক-১ গ্রাম পঞ্চায়েতের ঘোলা, আনন্দপুর, সুন্দরপুর, জয়নগর, ব্যাংরাল, মোহনচক, মহারাজপুর সহ কয়েকটি গ্রামে যান। দলে অন্যান্যদের মধ্যে ছিলেন, নাড়ুগোপাল দোলই, সুব্রত মাজী, তন্ময় মাইতি, রবীন ভৌমিক প্রমুখ। তারা বানভাসি মানুষদের সঙ্গে কথা বলেন এবং ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

আর জি করের নৃশংস খুনের ঘটনার প্রতিবাদে গঠিত ঘাটালের নাগরিক সমাজ ও মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির উদ্যোগে ত্রাণ সামগ্রী সংগৃহীত হয়েছে বলে জানাগেছে। নারায়ণবাবু জানান, বিধ্বংসী বন্যার ছ’দিন পর আজও রাস্তাশ কোমর সমান জল। হাজার হাজার বানভাসি মানুষ চরম দুর্দশার মধ্যে দিন কাটাতে বাধ্য হচ্ছেন। সরকারি ত্রাণ দুর্গত মানুষজনদের প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। বন্যা দুর্গত এলাকার দ্রুত জল নিকাশী সহ আর কোনো টালবাহানা না করে বর্ষার পরেই মাস্টার প্ল্যান রূপায়ণের কাজ শুরু করা ও ক্ষতিগ্রস্ত বানভাসিদের উপযুক্ত ত্রাণ, আর্থিক অনুদান দেওয়ার দাবিতে আগামী ২৬ সেপ্টেম্বর বিডিও অফিসে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে বলে নারায়ণবাবু জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *