Mamata, BSF, সীমান্তে শান্তিরক্ষায় বার্তা মমতার, দায়িত্ব নিতে আর্জি বিএসএফকেই

আমাদের ভারত, ২০ জানুয়ারি: কোনও মতেই প্ররোচনায় পা দেওয়া চলবে না। তবে সীমান্তে শান্তিরক্ষার ভার নেওয়ার জন্য সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-কেই এগিয়ে আসতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এর আগে বিএসএফের দিকে আঙুল তুললেও সোমবার মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, সীমান্ত দেখবে বিএসএফই। তিনি বলেন, কারও প্ররোচনায় পা দিয়ে সীমান্তের ও পারে যাওয়া চলবে না। মুর্শিদাবাদে সরকারি কর্মসূচিতে গিয়ে সাধারণ মানুষকে এই বলেই সতর্ক করে তিনি জানান, কারও কারও লক্ষ্য হল দুই দেশের মধ্যে গন্ডগোল বাধিয়ে সরে পড়া।

সোমবার মুর্শিদাবাদের লালবাগে ‘নবাব বাহাদুর ইনস্টিটিউশন’-এ ছিল সরকারি পরিষেবা প্রদানের কর্মসূচি। সেখানে উপস্থিত ছিলেন নবাবের পরিবারের সদস্যেরা। ওই কর্মসূচিতে জেলার মানুষের হাতে বিভিন্ন সরকারি পরিষেবা তুলে দেন মুখ্যমন্ত্রী। তার পরেই সীমান্তে শান্তিরক্ষা নিয়ে সাধারণ মানুষকে বার্তা দেন তিনি।

তাঁর কথায়, “মুর্শিদাবাদের ওপারে বাংলার সীমান্ত রয়েছে। সেই সীমান্ত বিএসএফ দেখুক। আমাদের উপর অত্যাচার হলে আমরা দেখব।” তার পরেই সাধারণ মানুষকে সতর্কও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমি স্থানীয় পুলিশকে বলব, তাঁরা যেন মাইকে প্রচার করে ফিরে আসেন।” আইন হাতে তুলে নিতেও বারণ করেন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি, মুর্শিদাবাদে গঙ্গার ভাঙ্গন নিয়ে কেন্দ্রকে একহাত নিয়ে মুখ্যমন্ত্রী তা রোধের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *