আশিস মণ্ডল, আমাদের ভারত, রামপুরহাট, ২০ জানুয়ারি: শুরু হল ১০ম বর্ষ জঙ্গলমহল উৎসব। বীরভূমের নলহাটি ১ নম্বর ব্লকের চামটি বাগান পোধরা খেলার মাঠে উৎসব শুরু হয়। চলবে মঙ্গলবার পর্যন্ত। উৎসবের সূচনা করেন রাজ্য গ্রামীণ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কারা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল হক ওরফে কাজল শেখ, জেলা শাসক বিধান রায়, রামপুরহাট মহকুমা শাসক সৌরভ পাণ্ডে।
অনুষ্ঠান তালিকায় জেলার তৃণমূলের প্রতীকে নির্বাচিত সমস্ত সাংসদ এবং বিধায়কদের নাম থাকলেও একমাত্র বিজেপি বিধায়ক দুবরাজপুরের অনুপ সাহার নাম স্থান পায়নি। অনুপবাবুর অভিযোগ, “সরকারি অনুষ্ঠানকেও ওরা দলীয় অনুষ্ঠানে পরিণত করেছে। সেই কারণেই আমার নাম থাকা তো দূরের কথা আমন্ত্রণ জানানোর সৌজন্য টুকুও দেখাননি সরকারি আধিকারিকরা। ফলে আমার মতে ওই মঞ্চে যারা উপস্থিত ছিলে সকলেই তৃণমূলের পদাধিকারি”। যদিও এনিয়ে সরকারি কোনো আধিকারিক মুখ খুলতে চাননি।
এদিন প্রদীপ প্রজ্বলন এবং তিরধনুক হাতে অনুষ্ঠানের সূচনা করেন অনুব্রত মণ্ডল। এক মঞ্চে ছিলেন কাজল শেখও।
অনুব্রত মণ্ডল বলেন, “মুখ্যমন্ত্রীর জন্যই আজ আদিবাসী গ্রাম সেজে উঠেছে। আর কোনো আদিবাসী গ্রাম পিছিয়ে নেই। শিক্ষা দীক্ষার দিক থেকেও আদিবাসী ছেলেমেয়েরা এগিয়ে যাচ্ছে। সবই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেণা”।