পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: কর্মবিরতি চালিয়ে যাওয়া জুনিয়র ডাক্তারদের পাশে এসে দাঁড়ালো আইএমএ’র সদস্যরা। এদিন পাঁচ সদস্যের একটি দল হাসপাতালে এসে ঘটনা পরিদর্শন করেন।
যাওয়ার আগে তাঁরা বলে যান, জুনিয়ার ডাক্তারদের কোনো দোষ ছিল না, দোষ ছিল না সিনিয়রদেরও। তবে সাসপেনশনের বিষয়ে তাঁরা বলেন, তাদের আমরা পাশে রয়েছি এবং আইনি সহায়তা যা লাগে আমাদের তরফ থেকে দেওয়া হবে।