Mamata, Modi, বাঁকুড়ায় মোদীর সভা মঞ্চেই পাল্টা সভা করে মমতার মন্তব্য, “মোদীর গ্যারান্টি ফোর টুয়েন্টি”

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২০ মে: শনিবার বিষ্ণুপুরে সভা, গতকাল রবিবার রোড শো’র পর আজ ফের বাঁকুড়ায় মুখ্যমন্ত্রী। গতকাল নিকুঞ্জপুরে যে মঞ্চে মোদী সভা করেন সেই মঞ্চেই আজ তিনি সভা করে মোদীর মন্তব্যের জবাব দিলেন।

বাঁকুড়ায় দুটি আসনকে যেন পাখির চোখ করেছেন মমতা বন্দোপাধ্যায়। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে মোদী- মমতার দ্বৈরথ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে বাঁকুড়ায়। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে মোদীর একদিনের সফরে গোটা জঙ্গল মহলের নির্বাচনী আবহাওয়াকে তোলপাড় করে দিয়েছেন। যার জেরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ৩ দিন মাটি কামড়ে পড়ে থাকতে হল। শনিবার মমতা বিষ্ণুপুরে দলীয় প্রার্থী সুজাতা মন্ডলের সমর্থনে সভা করার পরদিনই রবিবার ওন্দার নিকুঞ্জপুরে সভা করলেন নরেন্দ্র মোদী। মোদী যখন সভা করছেন ঠিক তার পরক্ষণেই বাঁকুড়া শহরে রোড শো করেন মমতা। কিন্তু যেন মন ভরলো না। তাই সন্ধ্যায় দলীয় নেতৃত্বের কাছে নির্দেশ আসে সোমবার নিকুঞ্জপুরেই যেখানে মোদী সভা করে গেলেন সেখানেই মমতা সভা করবেন। সেইমতো নরেন্দ্র মোদী যে মঞ্চে মমতা ও রাজ্য সরকারের মুন্ডুপাত করে গেলেন সেই মঞ্চেই মমতা আজ তার জবাব দিলেন।

যে কোনো উপায়ে বাঁকুড়ার লোকসভা আসন ২টি চাই বলেই তিনি হয়তো নির্বাচনী প্রচারে জোর দিয়েছেন এমনই মত প্রকাশ করেছেন অভিজ্ঞ মহল। কারণ গত দেড় মাসে রাইপুর, পাত্রসায়ের, বিষ্ণুপুর ও নিকুঞ্জপুর মিলিয়ে ৪ টি জনসভা ও বাঁকুড়ায় রোড শো করলেন মুখ্যমন্ত্রী। রবিবার নরেন্দ্র মোদী যেভাবে আক্রমণ করে গেছেন মমতা ও তার দল এবং সরকারকে তা তিনি হজম করতে পারছেন না। তাই মোদীর জন্য তৈরি মঞ্চ খুলতে না দিয়ে এক রাতের ব্যবধানে সেই মঞ্চে দাঁড়িয়েই এদিন তিনি মোদীকে ফের ফোর টোয়েন্টি বলে কটাক্ষ করেন। তিনি বলেন মোদীবাবু বলে গেছেন বিনা পয়সায় গ্যাস দিচ্ছেন, বিনা পয়সায় বিদ্যুৎও দিচ্ছেন। মমতা সামনের জনতাকে প্রশ্ন করেন, কেউ পেয়েছেন? সমস্বরে না’ এর কোরাস ধ্বনি শুনে মুখ্যমন্ত্রী বিদ্রুপের সুরে বলেন, “এই হলো মোদীর গ্যারান্টি, ফোর টোয়েন্টি।” তিনি বলেন, মোদীবাবুদের বিদায় দিতে হবে। গোটা দেশের গলি গলি মে শোর হ্যায় স্লোগান তুলে মমতা বলেন বিজেপি চোর হ্যায়। বলেছিল ১০ কোটি চাকরি দেবে, দেননি। অথচ আমার ১০ লাখ চাকরি রেডি হয়ে পড়ে আছে। একটা ছুতো দেখিয়ে মামলা করে আটকে রেখেছে চাকরিগুলো বলে দাবি করেন মমতা।

এদিনও তিনি বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকেও আক্রমণ করতে ছাড়েননি। গতকাল জনসভায় নরেন্দ্র মোদীর হাতে মা সারদার ছবি তুলে দিয়েছিলেন সৌমিত্র খাঁ। সে নিয়ে মমতার কটাক্ষ, সন্দেশখালির মেয়েদের সম্মান নিয়ে যারা ছিনিমিনি খেলে তাদের হাতে মা সারদার ছবি মানায় না। ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশন ও ইসকন নিয়ে মমতার মন্তব্যের কড়া মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী। এদিন তার জবাব দিতে গিয়ে ভারত সেবাশ্রমের কার্তিক মহারাজের নাম করে মমতা বলেন, ভোটের দু’দিন আগে মুর্শিদাবাদে দাঙ্গা লাগানোর হোতা ছিলেন তিনি। রেজিনগরে যেখানে দাঙ্গা হয়েছিল সেখানেই ওনার আশ্রম। ওখানে কিছু ছানা ব্যবসায়ীকে খেপিয়েছিলেন তিনি। এরপরই তিনি বলেন, আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে হবো কেন? বিবেকানন্দের বাড়ি আমি রক্ষা করেছি, সারদামায়ের বাড়ি আমি রক্ষা করেছি। ভগিনী নিবেদিতার বাড়ি রক্ষা করেছি। এদিন মা সারদা, রামকৃষ্ণ, বিবেকানন্দ নিয়ে সুর নরম করাকে অনেকে ক্ষতে প্রলেপ লাগালেন বলেই মনে করছেন।

মমতার আক্রমণের জবাব দিয়েছেন সৌমিত্র খাঁ। তিনি বলেন, শুনলাম মঙ্গলবার ফের ভাইপো আসছেন বাঁকুড়ার শালতোড়ায়। পিসি ভাইপো মিলে পালা করে বিষ্ণুপুরও চষে ফেললেন বার কতক। তাতেও ওনাদের প্রার্থীকে জেতাতে পারবেন না বলে মন্তব্য করেন সৌমিত্র খাঁ। তিনি বলেন, চৌর্যবৃত্তিকারি তৃণমূলকে মানুষ এবার গঙ্গায় ডুবিয়ে ছাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *