BJP, Agnimitra paul, খড়্গপুরে প্রচার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ মে: নির্বাচনের আগে শেষ রবিবার খড়্গপুরে প্রচার করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে নরেন্দ্র মোদী যাওয়ার পরেও প্রচারে কোনও কমতি রাখেনি বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। রবিবারের পর সোমবার সকাল থেকে তিনি রেলশহর খড়্গপুরের একাধিক ওয়ার্ডে প্রচার করেন। হুডখোলা গাড়িতে চেপে তিনি প্রচার সারেন খড়্গপুরে। কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে।

সাধারণ ভোটারদের উজ্জীবিত করতে ভোটের মাত্র কয়েকদিন আগেই রবিবার খড়্গপুরে সভা করেছেন নরেন্দ্র মোদী। তবে রেল শহর খড়্গপুর মিনি ইন্ডিয়া নামে পরিচিত। এখানে রয়েছে বহু ভাষাভাষীর মানুষ। মূলত হিন্দিভাষী মানুষের বসবাস এখানে। স্বাভাবিকভাবে রেল শহরে থাকার কারণে কেন্দ্র এবং রাজ্য টানাপোড়েনে নান্য সমস্যায় পড়তে হয় তাদের। এদিন প্রচারে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন অগ্নিমিত্রা পাল।

রেল শহর খড়্গপুরের ৩০, ৩১ ও ৩২ নম্বর ওয়ার্ডে তিনি হুডখোলা গাড়িতে চেপে প্রচার করেন। বর্ণাঢ্য শোভাযাত্রা করে এলাকায় প্রার্থীর প্রচারে কর্মী সমর্থকদের বেশ উন্মাদনা লক্ষ্য করা যায়। শুধু তাই নয়, সদর বিধানসভা এলাকায় ৩৩, ৩৪ এবং ৩৫ নং ওয়ার্ডেও তিনি প্রচার করেন। পাশাপাশি খড়্গপুর গ্ৰামীন বিধানসভার মন্ডল-১ এর অন্তর্গত সাদ্যুৎপুর, মাঝিপাড়া, বেলডাংরী, প্রতাপপুর, চাঁদাবিল, গোকুলপুর স্টেশন, চুনপাড়া, সামরাইপুর, গোকুলপুর, বড়কলা, সফিয়াবাদ, মাতকাৎপুর এবং রূপনারায়ণপুর গ্রামের বিস্তীর্ণ এলাকায় জনসংযোগ কর্মসূচিত অংশগ্রহণ করেন।

শেষ পাঁচ বছরে সাংসদ হয়ে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে নিজের দায়িত্ব সামলেছেন দিলীপ ঘোষ। অন্যদিকে খড়্গপুর সদরে বিধায়ক ছিলেন হিরণ চট্টোপাধ্যায়। প্রসঙ্গত, এবার হেভিওয়েট কেন্দ্র মেদিনীপুর লোকসভা। হাতেগোনা মাত্র কয়েকদিন পরেই নির্বাচন। নির্বাচনের একদম প্রাক মুহূর্তে জোর প্রচার করছে বিজেপি তৃণমূল সব দলই। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর রেল শহরেই প্রচার চালালেন অগ্নিমিত্রা পাল। তবে এই কেন্দ্রে কে জয় পাবে তা বলবে সময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *