আমাদের ভারত, ২০ মে: নির্বাচনী সভার বক্তৃতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজকে সোমবার ফের আক্রমণ করায় তোপ দাগলেন পশ্চিমবঙ্গের বিজেপি-র সহ পর্যবেক্ষক অমিত মালব্য। বিষয়টি সম্পর্কে নির্বাচন কমিশনের হস্তক্ষেপের পাশাপাশি কার্তিক মহারাজকে অবিলম্বে সুরক্ষা দেওয়ার দাবিও তুলেছেন তিনি। তাঁর আশঙ্কা, অন্যথায় টিএমসি তার ক্ষতি করতে পারে।
অমিত মালব্য এক্স হ্যান্ডলে লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু সাধু ও সাধকদের বিরুদ্ধে তাঁর তিরস্কার অব্যাহত রেখেছেন। এতে বোঝা যায় যে, তিনি বাংলায় জনপ্রিয় সমর্থন হারিয়েছেন। তিনি আবার কোনও প্রমাণ ছাড়াই ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজকে আক্রমণ করেছেন এবং সম্প্রতি মুর্শিদাবাদে রাম নবমীর সময় দাঙ্গায় তাঁর সম্পর্ক নিয়ে অভিযোগ তুলেছেন।
হিন্দু ধর্মীয় সংগঠনের ওপর তাঁর প্রকাশ্য আক্রমণের পর, জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের ওপর হামলা হয়েছে। এখন মনে হচ্ছে, তাঁর টার্গেটে কার্তিক মহারাজ, যিনি কঠিন সময়ে হিন্দু সম্প্রদায়ের পাশে পাথরের মতো দাঁড়িয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার হিন্দুদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে নামিয়ে আনতে চান।
দেগঙ্গা দাঙ্গায় হিন্দুদের ধর্মীয় স্থান ও সম্পত্তির ব্যাপক ধ্বংসের কথিত মাস্টার মাইন্ড নুরুল ইসলাম হাজিকে বসিরহাট থেকে টিএমসি প্রার্থী করা হয়েছে হিন্দুদের টার্গেট করার জন্য। আর কী ব্যাখ্যা দরকার?”