Sukanta, BJP, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ তৈরি করার বীজ বপন করে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়: সুকান্ত মজুমদার

আমাদের ভারত, ১৯ জানুয়ারি: শনিবার শিয়ালদা স্টেশনে রেল পুলিশের হাতে গ্রেফতার হয় তিন রোহিঙ্গা। তাদের মধ্যে দু’জন কিশোরী ও একজন যুবক। তারা কাশ্মীরে যাওয়ার পরিকল্পনা করেছিল। এই প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আক্রমণ শানান তিনি। বিস্ফোরক মন্তব্য করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ তৈরি করার বীজ বপন করে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সুকান্ত মজুমদার বলেন, শিয়ালদা স্টেশন কেন, সল্টলেকে যান, কত রোহিঙ্গা কত আছে দেখতে পাবেন। তাঁর দাবি, উত্তর কলকাতায় গঙ্গার পাড়ে যান আপনাকে দেখিয়ে দেব গঙ্গার পাড়ে রোহিঙ্গা বস্তি বসানো হয়েছে। বিস্ফোরক অভিযোগ করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, তৃণমূল নেতা শওকত মোল্লা, শাহজাহান শেখের মাছের যে ভেড়িগুলো নিয়ন্ত্রণে রয়েছে, সেই মাছের ভেড়ির চারপাশে রোহিঙ্গাদের বসানো হয়েছে। তিনি আরো বলেন, সেখানে গিয়ে ওই ছবি বা ভিডিও যদি কেউ তুলতে যায় তাকে খুন করে দেওয়া হবে। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে যা যা করা দরকার তার বীজ বপন করে দিয়ে গেছেন। আশঙ্কার সুরে তিনি বলেন, আগামী প্রজন্মের ভবিষ্যৎ কী হতে চলেছে, আমি জানি না।

শিয়ালদহ স্টেশনে ধৃত তিন রোহিঙ্গা মায়ানমারের রাখাইন প্রদেশের বাসিন্দা। তারা বেশ কিছুদিন বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে ছিল। এরপর অবৈধ অনুপ্রবেশকারীদের মাধ্যমে পশ্চিমবঙ্গে ঢুকে কাশ্মীরে যাচ্ছিল। অর্থাৎ বাংলাকে এখন করিডোর তৈরি করেছে রোহিঙ্গারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *