আমাদের ভারত, ১৯ জানুয়ারি: ভারত- বাংলাদেশ সীমান্তে অশান্তি প্রায় নিত্য দিনের ঘটনায় পরিণত হয়েছে। সীমান্তে কাঁটাতারের বেড়া লাগানো নিয়ে অশান্তি চলছে লাগাতার। বারবার বিএসএফকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশের বিরুদ্ধে। সীমান্ত পেরিয়ে এসে ফসল নষ্ট করার অভিযোগ উঠছে। এই ইস্যুতে বলতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, ইচ্ছে করে ভারতকে উত্তক্ত করার চেষ্টা চলছে। ভারত এই ফাঁদে পা দেবে না।
হাসিনা বিদায়ের পর থেকে অন্তর্বর্তী সরকারের সদস্য থেকে শুরু করে হাসিনা বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারীরা বারবার ভারত বিরোধী উস্কানিমূলক মন্তব্য করে চলেছেন। ভারতের সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে গেলেই বারবার বাংলাদেশের তরফের বাধা আসছে। এই বিষয়টিকে কেন্দ্র করে ডিসেম্বর মাস থেকে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে সীমান্তে। শনিবার আবারো নতুন করে উত্তেজনা ছড়ায় মালদা সীমান্তে। বাংলাদেশিরা ভারতের ভূ- খণ্ডে হামলা চালানোর চেষ্টা করে বলে অভিযোগ। স্থানীয়দের ক্ষেতের ফসল লুটপাট করে তারা, বলে অভিযোগ। গ্রামবাসীরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। খবর পেয়ে পৌঁছায় বিএসএফ। দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। বাংলাদেশিদের তরফে ইট পাটকেল ছোড়া হয় ভারতীয়দের লক্ষ্য করে। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। এমনকি বোমা ছোড়ার
অভিযোগও রয়েছে। কিন্তু পিছু হটে যায়নি বিএসএফ এবং গ্রামবাসী। কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বাংলাদেশিদের পিছু হটতে বাধ্য করা হয়েছে।
এই প্রসঙ্গে বলতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, বাংলাদেশের একটি মৌলবাদী সরকার চলছে। একই সঙ্গে ভারতকে উত্তপ্ত করার চেষ্টাও চলছে। স্বাভাবিকভাবেই ভারত এই ফাঁদে পা দেবে না। ভারতের সীমানা রক্ষা করার দায়িত্ব বিএসএফের। তারা জীবন দিয়ে হলেও সেটা করবে। ওরা বোমা ছুঁড়েছে, একবার যদি বিএসএফ বোমা ছুঁড়তে শুরু করলে তখন বাপ বাপ বলে পালাবে।