Sukanta, Mamata, SSC, এসএসসির ২৬ হাজারের চাকরি বাতিল, এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে সরব সুকান্ত

আমাদের ভারত, ২২ এপ্রিল: এসএসসি মামলায় কলকাতা হাইকোর্টের রায় ঘোষণার ফলে ২৬ হাজার জনের চাকরি বাতিল হয়েছে। নির্বাচনের আগে এই রায়ে বড়সড় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। এই রায়ের পর বালুরঘাটে তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর দাবি, এই সমস্ত কিছুর জন্য দায়ী মুখ্যমন্ত্রী।

আগামী ২৬ তারিখ তার কেন্দ্রে ভোট। ফলে হাতে গোনা কয়েক দিন জোর কদমে এলাকায় প্রচারে ব্যস্ত বিজেপির রাজ্য সভাপতি। ভোটের এই উত্তাপের মধ্যেই এসএসসি’র নিয়োগ বাতিলের মতো বড় রায় ঘিরে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে। এই প্রসঙ্গে বালুরঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার বলেন, সব দায় নিজের কাঁধে নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। তৃণমূল সরকারের আমলে শিক্ষকদের চাকরি গরু, ছাগল, হাঁস, মুরগির মত হাটে বাজারে বিক্রি হয়েছে। তার ফল এই ২৫ হাজার পরিবারকে ভুগতে হচ্ছে। তারা অথৈ জলে পড়ে গেলেন। এর দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে। আমি মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি।”

প্রসঙ্গত, মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোনো চাকরি বৈধ বলে গণ্য হওয়া উচিত নয়। এই নিয়োগ সার্বিক ভাবে অবৈধ, তাই এসএসসি’র ২০১৬-র সমস্ত নিয়োগ বাতিল করে দিয়েছে হাইকোর্ট। এর ফলে ২৫৭৫৩ জনের চাকরি বাতিল হয়েছে। মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি প্রাপকদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। চার সপ্তাহের মধ্যে বেতন ফেরোতে নির্দেশ দেওয়া হয়েছে। শুধু বেতন নয়, সঙ্গে বছরে ১২ শতাংশ সুদও তাদের দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। বেতন ফেরত পাওয়া যাচ্ছে কিনা সেটা ডিআই সহ সংশ্লিষ্ট আধিকারিকদের নজর রাখার নির্দেশ দিয়েছে আদালত। এই দুর্নীতি মামলায় পরবর্তী পর্যায়ে তদন্ত সিবিআই করবে। সিবিআই প্রয়োজন বোধ করলে যে কোনো সন্দেহভাজনকেই হেফাজতেও নিতে পারবে বলেও রায়ে জানিয়েছে আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *