Mamata, Birbhum বীরভূমে কল্পতরু মমতা

আশিস মণ্ডল, আমাদের ভারত, সিউড়ি, ১৮ফেব্রুয়ারি: আরও তিনটি নতুন মেডিক্যাল কলেজের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে বীরভূমের জন্য কল্পতরু হয়ে উঠলেন তিনি। এদিন সিউড়ির চাঁদমারি মাঠ থেকে পূর্ব মেদিনীপুরের তমলুকে তাম্রলিপ্ত সরকারি মেডিক্যাল কলেজ, আরামবাগে প্রফুল্ল চন্দ্র সেন ও সরকারি মেডিক্যাল কলেজ এবং বারাসতে মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

বীরভূমের খয়রাশোল ব্লকের ভীমগড়ের পর থেকে নলহাটি ২ নম্বর ব্লকের শেষ প্রান্ত মুর্শিদাবাদের নাকপুর চেকপোস্ট পর্যন্ত ১৪ নম্বর জাতীয় সড়কে ফোরলেন রাস্তা সম্প্রসারণের অনুমতি প্রদানের কথা ঘোষণা করেন মমতা। তিনি বলেন, “আবেদন পেয়েছিলাম। আমরা মানুষের কথা ভেবে নীতিগতভাবে মেনে নিয়েছিলাম। কাজ শুরু হয়ে গিয়েছে”। জেলার পথশ্রী ২ প্রকল্পে ৬ টি গ্রামে ৮৫ কিলোমিটার দীর্ঘ রাস্তা গড়তে ২৩ কোটি ৩১ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে”।

মুখ্যমন্ত্রী বলেন, “বোলপুরের বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় আমার কাছে স্বপ্নের প্রকল্প। ৩১ একর জমির উপর বিশ্ববিদ্যালয় গড়তে ৩৬৭ কোটি টাকা ব্যয় করা হয়েছে। আজ তার উদ্বোধন করলাম। ডেউচা-পাঁচামিতে ১৩২/৩৩ কেভি সাব স্টেশন নির্মাণের জন্য ২৩ কোটি টাকা দেওয়া হয়েছে। সিউড়ি ও সাঁইথিয়া ব্লকে তিনটি ফ্লোরাইড মুক্ত পানীয় জল প্রকল্পে ৫৭ কোটি ৫৯ লক্ষ টাকা দেওয়া হয়েছে। ডেউচা-পাঁচামিতে ৫৬৩ জনকে ক্ষতিপূরণের চেক দেওয়া হয়েছে। ৩৪২ জনকে জুনিয়ার কনস্টেবল পদে নিয়গপত্র দেওয়া হল। ২৩০ জনকে গ্রুপ ডি পদে নিয়গপত্র দেওয়া হল”।

এদিন মঞ্চে থেকে কৃষক আন্দোলনকে স্যালুট জানান মুখ্যমন্ত্রী। বলেন, “কৃষকরা আমাদের কাছে অন্নদাতা। আমাদের কাছে ওদের কোনো অসুবিধা না হয়। কিন্তু পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি জ্বলছে। কৃষকদের আন্দোলন যাতে দিল্লি পর্যন্ত পৌঁছোতে না পারে তাঁর জন্য টায়ার কিলার লাগানো হচ্ছে রাস্তায়। এটা আমাদের কাছে লজ্জার”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *