BJP returning, Modi, আয়েগা তো মোদী হি, এটা বিশ্বের অন্য দেশও জানে, লোকসভা ভোটে জিতে ক্ষমতায় আবারও ফিরছে বিজেপি, প্রত্যয়ের সঙ্গে ঘোষণা মোদীর

আমাদের ভারত, ১৮ ফেব্রুয়ারি: ভোট হতে এখনও বাকি রয়েছে কিছু সময়, কিন্তু জুলাই আগস্টের ইভেন্টের জন্য এখন থেকেই মোদীকেই নিমন্ত্রণ পত্র পাঠানো হচ্ছে অন্যান্য দেশের তরফে। এর অর্থ, অন্যান্য দেশ ধরেই নিয়েছে তৃতীয় বারের জন্য মোদীই ক্ষমতায় ফিরতে চলেছেন। লোকসভা নির্বাচনে আগে জাতীয় অধিবেশনে একথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। নিজের বক্তৃতায় স্পষ্ট জানিয়ে দিলেন, দাপটের সাথেই তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরবে এনডিএ।

রবিবার দিল্লিতে বিজেপির জাতীয় অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন হতে এখনো কিছুটা সময় বাকি থাকলেও এখনই অন্য দেশগুলো থেকে আমাকে আমন্ত্রণ জানানো হচ্ছে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসে আমাকে বিদেশে ডাকছে। এর অর্থ কী দাঁড়ায়? তার মানে বিশ্বের নানা প্রান্তের সমস্ত দেশের মানুষ জানে কেন্দ্রে ক্ষমতায় আসবে বিজেপি। তারা জানে, “আয়গা তো মোদী হি”।

তৃতীয় বার ক্ষমতায় আসা নিয়ে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী। এনডিএ জোট যেনো ৪০০-র বেশি আসনে জিততে পারে সে নিয়ে বিশেষ নির্দেশও দেন দলীয় কর্মীদের। কিন্তু একই সঙ্গে ক্ষমতা ভোগের জন্য মোটেই তারা সরকার গড়তে চান না বলে দাবি করেন মোদী। দেশের জন্য কাজ করাই তার মূল উদ্দেশ্য। মোদীর কথায়, যদি নিজের ঘরের কথা ভাবতাম তাহলে দেশের কোটি কোটি মানুষের জন্য ঘর তৈরি করতে পারতাম না।

লোকসভা নির্বাচনের আগে বিজেপি কর্মীদের জন্য ১০০ দিনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী ১০০ দিনের মধ্যে নতুন ভোটার থেকে শুরু করে সমস্ত স্তরের মানুষের কাছে পৌঁছাতে হবে পদ্ম শিবিরের কর্মী বাহিনীকে। আগামী পাঁচ বছরের জন্য মানুষ যেনো একমাত্র বিজেপিকেই ভরসা করেন, তার জন্য তাদের আস্থা অর্জন করতে হবে। মোদীর মতে, ভারতের জন্য আগামী পাঁচটা বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সময়ের মধ্যেই ভারতবর্ষ একটি উন্নত রাষ্ট্র বিশ্বের সামনে আত্মপ্রকাশ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *