Kasba, কসবা কাণ্ডে আ*ত্মহ*ত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ, ঋণ আদায়কারী গ্রেফতার

আমাদের ভারত, ৬ মার্চ: কসবার হালতুর পূর্বপল্লীতে একই পরিবারের তিন সদস্যের মৃত্যুর ঘটনায় এবার আরও একজন গ্রেফতার হলেন।

মৃত দম্পতির সুইসাইড নোটের ভিত্তিতে আগেই গ্রেফতার করা হয়েছিল সোমনাথ রায়ের মামা-মামিকে। এবার গ্রেফতার এক লোন এজেন্ট। ওই ব্যক্তিরও নাম সুইসাইড নোটে ছিল বলে পুলিশ সূত্রে খবর মিলেছে।

নিজেদের একমাত্র আড়াই বছরের ছেলে রুদ্রনীলকে শ্বাসরোধ করে খুনের পর স্বামী-স্ত্রী দু’জনেই আত্মঘাতী হয়েছেন। তার আগে দেওয়ালে পেন্সিলে সুইসাইড নোট লিখে গিয়েছিলেন রায় দম্পতি। তারই ভিত্তিতে আগেই সোমনাথ রায়ের মামা-মামিকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার গ্রেফতার এক লোন এজেন্ট। ধৃতের নাম চঞ্চল মুখোপাধ্যায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *