পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ মার্চ: ২০২৪ সালের ৫ মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজ্য অগ্নিনির্বাপন জরুরি পরিষেবা দপ্তরের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা শহরে উদ্বোধন হয়েছিল অগ্নিনির্বাপন কেন্দ্রের। ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আজকের দিনে অগ্নিনির্বাপন কেন্দ্রের জন্মদিন পালন করল কেন্দ্রের দমকল আধিকারিকেরা।
এদিন কেক কাটার পাশাপাশি ব্লাড ব্যাঙ্কের মাধ্যমে রক্তদান শিবিরের আয়োজন করা হয় অগ্নিনির্বাপন কেন্দ্রে। যেখানে ৫০ জন রক্তদাতা রক্ত দান করেছেন বলে জানিয়েছেন ওসি মাধব চন্দ্র মাঝি। উপস্থিত ছিলেন ডিভিশনাল ফায়ার বাম কুমার চৌধুরী সহ অন্যান্য দমকলের আধিকারিকেরা।
জানা গিয়েছে এই মহান উদ্যোগটি নেওয়া হয়েছে ওসি মাধব চন্দ্র মাঝির চিন্তা ধারায়। তবে এই কর্মকান্ডে গড়বেতার মানুষজন আপ্লুত হলেও হতবাক সকলেই।