আমাদের ভারত, মালদা, ৬ মার্চ: লরির ধাক্কায় প্রাণ গেল শো-রুমের নিরাপত্তারক্ষীর। বৃহস্পতিবার সকালে পুরাতন মালদার নারায়ণপুর ১২ নম্বর জাতীয় সড়কে একটি পাথর বোঝাই লরি ধাক্কা দেয় একটি মাটি কাটার গাড়িকে। জাতীয় সড়কে উল্টে যায় ওই মাটি কাটার গাড়ি।
দুর্ঘটনায় গুরুতর আহত হন ওই গাড়ির চালক ও গাড়িতে থাকা এক খালাসি। ওই মাটি কাটার গাড়িকে ধাক্কা দিয়েই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে কিছু দূরে থাকা একটি গাড়ির শো-রুমে। লরিটির ধাক্কায় মৃত্যু হয় ওই শো-রুমের নিরাপত্তারক্ষীর।
জানা গিয়েছে, মৃতের নাম নুরুল শেখ (৫৪)। তাঁর বাড়ি জলঙ্গা গ্রামে। আহত হয়েছেন লরির চালকও। মাটি কাটার গাড়ির চালক, খালাসি এবং লরির চালককে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয়দের দাবি, জাতীয় সড়কে বেপরোয়া ভাবে লরি যাতায়াত করে। ওই লরি চালক নেশা করেছিলেন কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।