Subhendu Adhikari, Arambagh, আরামবাগে বন্যা দুর্গতদের ত্রাণ বিলি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ২১ সেপ্টেম্বর: আরামবাগের পুড়শুড়ায় বন্যা দুর্গতদের জন্য ত্রাণ বিলি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ সহ আরো অনেকে। বন্যা দুর্গতদের হাতে ত্রিপল ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এদিন বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী।

এদিন ত্রাণ শিবির থেকে বিরোধী দলনেতা বলেন, চিঁড়ে গুড় দেওয়া বন্ধ হোক। বন্যা নিয়ন্ত্রণ করতে গেলে মুখ্যমন্ত্রীকে তাড়াতে হবে। ছাব্বিশ সালে সরকারে বসার পর যদি বন্যা হয় আমি আর মুখ দেখাবো না। এদিন ত্রিপল, বেবি ফুড, বিস্কুট ও তিন দিনের রেশন বন্যা দুর্গতদের হাতে তুলে দেন বিরোধী দলনেতা। তারই সঙ্গে বন্যা দুর্গতদের সঙ্গে সুখ দুঃখের কথা শোনেন। এদিন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, মুখ্যমন্ত্রী বিপর্যয় মোকাবিলা বাহিনী পাঠিয়ে ডিঙ্গি বোটে যখন বন্যা দুর্গতদের তোলে। তিনি তখন বাহান্ন গাড়ি কনভয় নিয়ে তো খিচ মেরি ফটো করেন।

এদিন শুভেন্দু অধিকারী পরশুড়ায় ত্রাণ বিলি করে বেরিয়ে যান খানাকুলের রাধাবল্লভপুর এলাকায়। সেখানে বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলেন। তারই সঙ্গে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন। এরপর কিছু ত্রাণ সামগ্রী দুর্গতদের হাতে তুলে দেন। এদিন শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন আরামবাগের সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ সহ আরোও অনেকে।

বিমান ঘোষ বলেন, এদিন ৪ হাজার খাদ্য সামগ্রী ও ৫০০ মত ত্রিপল বিজেপির পক্ষ থেকে দিন বিরোধী দলনেতা দুর্গত মানুষদের হাতে তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *