সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২১ সেপ্টেম্বর: আমলা থেকে মন্ত্রী, পুলিশ, অরূপ স্বরূপ সবাই চটি চাটতে চাটতে মমতা বন্দ্যোপাধ্যায়ের চটি পরিষ্কার করে দিয়েছে, একটুও ময়লা নেই, বলে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, একসময় যে কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়র্ডের সঙ্গে তুলনা করা হতো বর্তমানে সেই কলকাতা পুলিশের হেড কোয়ার্টারে গিয়ে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা কটাক্ষ করে বলছেন, “ভোর হোল দোর খোল বিনীত গোয়েল দিদির চটি চাটোরে।
বাঁকুড়া মাচানতলা মোড়ে এক জনসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে আর জি কর কান্ড নিয়ে তিনি একথা বলেন।বিজেপির নারী সুরক্ষা যাত্রা কর্মসূচি উপলক্ষে বাঁকুড়া শহরে এক পদযাত্রার আয়োজন করা হয়। সেই পদযাত্রায় অংশ নেন সুকান্ত মজুমদার। পদযাত্রা শেষে মাচানতলা মুক্ত মঞ্চে এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে চাঁছাছোলা ভাষায় সমালোচনা করেন তৃণমূল কংগ্রেসের। তিনি বলেন, আজ এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে বাড়ি থেকে মেয়েরা পড়াশোনা বা কোনও কাজে বের হলেই বাবা মায়ের বুক কেঁপে ওঠে।
এদিন স্থানীয় সাংসদ অরূপ চক্রবর্তীর সমালোচনা করে বলেন, অরূপবাবু কত রোজগার করেন তা আমার জানা নেই। আমি দীর্ঘ দশ বছর সাংসদ রয়েছি, দীর্ঘদিন কলেজে অধ্যাপনা করেছি, আমার সাধ্য হয়নি একশো লোককে দিল্লি নিয়ে যাবো শপথ গ্রহণ দেখাতে, তা অরূপবাবু একশো লোককে প্লেনে চাপিয়ে দিল্লি নিয়ে গেলেন। এত টাকা কোথায় পেলন তিনি? সবাই জানে অরূপবাবু কয়লা, বালি থেকে কী পরিমাণ টাকা আয় করেন? এপ্রসঙ্গে তিনি বলেন, তৃণমূলের সব নেতাই চোর। তা অরূপবাবু দিল্লি গিয়ে লাভ হবে না, কারণ দিল্লিতে দেশের চৌকিদার নরেন্দ্র মোদী রয়েছেন।সেখানে সবাই কুপোকাত।
এদিন লালবাজার মোড় থেকে পদযাত্রা শুরু হয়।পদযাত্রায় সুকান্তবাবু ছাড়াও প্রাক্তন সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, বাঁকুড়া সদর কেন্দ্রের বিধায়ক নিলাদ্রী দানা, ওন্দার বিধায়ক অমর শাখা, শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরি অংশ নেন।এদিনের সমাবেশে সুভাষ সরকার, নিলাদ্রী দানা বক্তব্য রাখেন।