পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর: বেশ কয়েকদিনের বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে জলমগ্ন হয়ে পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল। জলের তলায় তলিয়ে গিয়েছে বেশ কিছু বাড়ি ও নিচু এলাকায়গুলি। অনেকেই আশ্রয় নিয়েছে রাস্তার ধারে ও বিভিন্ন উঁচু জায়গায়। এর মাঝে খাবার ও পানীয় জলের সমস্যায় পড়ছেন ঘাটালের বিভিন্ন এলাকার মানুষজন।
আজ ঘাটাল পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড,অজবনগর ১, অজবনগর ২, বীরসিংহ পাঁচ নম্বর অঞ্চল সহ বেশ কিছু অঞ্চল, ঘাটাল বিধানসভার ৫, ১০ ও ৯ নম্বর অঞ্চল, ঘাটাল পৌরসভা ও খড়ার পৌরসভার বেশ কয়েকটি অঞ্চলে রান্না করা খাবার, শুকনো খাবার ও পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দিলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট ও বিজেপির কর্মী সমর্থকরা।