আমাদের ভারত, কলকাতা, ২৩ মার্চ: প্রয়াত হলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা পার্থসারথি দেব। শুক্রবার রাত ১১টা ৫০ মিনিটে প্রয়াত হলেন টলিউডের প্রিয় ‘পার্থদা’।
শনিবার দুপুরে অভিনেতার মরদেহ আনা হয় টেকনিশিয়ান স্টুডিওতে। অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে হাজির হন টলিপাড়ার কলাকুশলীদের অনেকে। অভিনেতার প্রিয়জন, সতীর্থ, গুণগ্রাহীরা সেসময় স্টুডিয়োতে এসে শেষ শ্রদ্ধা ও মাল্যদান করেন।
সিওপিডির সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন অভিনেতা। তাঁর নিউমোনিয়াও ধরা পড়েছিল। সেখান থেকেই বুকে সংক্রমণ ছড়িয়ে যায়। বেশ কয়েক সপ্তাহ ধরে বাঙ্গুর হাসপাতালে অভিনেতার চিকিৎসা চলছিল। শেষমেশ, শুক্রবার রাতে মৃত্যুর কাছে হার মানলেন অভিনেতা। প্রায় ৪৩ দিন হাসপাতালে ভর্তি ছিলেন।
আর্টিস্ট ফোরামের তরফে শোকজ্ঞাপন করে জানানো হয়, ‘তাঁর অকাল প্রয়াণে ফোরাম গভীর শোক জ্ঞাপন করছে।’
এর আগে ২০২১ সালে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে বেশ কিছু দিন ভর্তি ছিলেন পার্থসারথি। সম্প্রতি একাই থাকতেন অভিনেতা।