সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৩ মার্চ: লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হতেই রাজনৈতিক দলগুলি জোরদার প্রচার শুরু করে দিয়েছে। স্বাভাবিক ভাবেই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। কোথাও আবার প্রচারে বেড়িয়ে হুমকি, প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে।
এদিকে নির্ভয়ে ভোট দান ও নির্বিঘ্নে ভোট সম্পন্ন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। এলাকয় শান্তি বজায় রাখতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল। আজ সকালে বেলিয়াতোড়ের গদারডিহি, তালডাংরা থানার আমডাংরা, জয়পুর থানার ময়নাপুর এবং বারিকুল থানার মেলাড়া গ্ৰাম পঞ্চায়েতে টহল দেয় কেন্দ্রীয় বাহিনী। গত বৃহস্পতিবার রুটমার্চ করে মেজিয়ার অর্ধগ্ৰামে,সোনামুখীর ধনসিমলায়, খাতড়ার বৈদ্যনাথপুর এলাকায়। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে সাধারণ ভোটার সহ বিরোধী রাজনৈতিক দলগুলি স্বস্তি প্রকাশ করেছে।