পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ মার্চ: আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আজ মেদিনীপুর শহর মহিলা তৃণমূলের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী আলোচনা সভার আয়োজন করা হয়েছিল দলের জেলা কার্যালয়ে।
সভায় উপস্থিত ছিলেন শহর নির্বাচন কমিটির আহ্বায়ক সৌরভ বসু, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি, শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌ রায়, সহ-সভানেত্রী সঙ্গীতা ভট্টাচার্য, পৌরপ্রধান সৌমেন খান, আশীষ চক্রবর্তী, অনিমা সাহা সহ পৌরসভার অন্যান্য কাউন্সিলর ও নেতারা। এই আলোচনা সভা থেকে আসন্ন লোকসভা নির্বাচনে মহিলাদের কর্মপদ্ধতির নিয়ে আলোচনা করা হয়।