Rain, Kotulpur, দু’দিনের বৃষ্টিতে বেহাল কোতুলপুর, জলমগ্ন বহু বাড়ি

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২ আগস্ট: গত দু’দিন ধরে নাগাড়ে বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে কোতুলপুর। রাস্তার উপর জল জমে যান চলাচল প্রায় বন্ধ। নিকাশি ব্যবস্থার কারণে জল ঢুকছে বসতবাড়িতে।কোতুলপুরের নেতাজি মোড়, মিল মোড় থেকে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। গৃহস্হের বাড়িতে প্রায় একহাঁটু জল জমে রয়েছে। বাঁকুড়া- আরামবাগ রাজ্য সড়কের এই হাল হওয়ায় যান চলাচল বন্ধের মুখে। পুরুলিয়া- বাঁকুড়া থেকে কলকাতার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্হানীয় বাসিন্দাদের অভিযোগ, সঠিক নিকাশি ব্যবস্থার অভাবে ফি বছর এই পরিস্থিতির সৃষ্টি হয়। এলাকার সমস্ত জল একটি বড় নালার মাধ্যমে নিকাশি করা হয়। বিপুল পরিমাণ জল ওই নালা দিয়ে নিকাশি সম্ভব নয়, যার ফলে জল জমে বিপত্তি ঘটায়। এ কারণে জনমানসে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই বৃষ্টি আরোও একদিন জারি থাকবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে উদ্বিগ্ন এলাকায় মানুষজন। স্থানীয় পঞ্চায়েত দপ্তর নিকাশি ব্যবস্থার মাধ্যমে দ্রুত জল সরানোর প্রচেষ্টা চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *