Arjun, Mamata, উচ্ছেদ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ অর্জুনের

আমাদের ভারত, ব্যারাকপুর, ২ আগস্ট: উচ্ছেদ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তিনি বলেন উচ্ছেদের ক্ষেত্রে দ্বিচারিতা করছেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, রেলের দখলদারদের উচ্ছেদের ক্ষেত্রে তিনি পুনর্বাসনের দাবি করছেন। কিন্তু রাজ্যজুড়ে ফুটপাত দখল করে থাকা অবৈধ দখলদারদের ক্ষেত্রে উনি পুনর্বাসন দিচ্ছেন না। শুক্রবার নৈহাটির গৌরীপুর সিং ভবনে এক সাংবাদিক বৈঠকে তিনি এই কথাগুলি বলেন। এদিন অর্জুন সিং বলেন, বিরোধীদের পার্টি অফিস ভেঙ্গে গুঁড়িয়ে দিলেও তৃণমূলের পার্টি অফিসগুলো ওয়ার্ড অফিসে পরিণত হচ্ছে।

এদিন অর্জুন সিং বলেন, শিল্পের জমিতে শিল্প হবার প্রতিশ্রুতি দিয়ে ২০১১ সালে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তৃণমূল ক্ষমতায় আসার পর কাঁচড়াপাড়া থেকে ডানলপ পর্যন্ত বন্ধ থাকা একটাও কারখানা খোলেনি। তাঁর দাবি, শিল্পাঞ্চলে ৭০ থেকে
৭২টি কারখানা বন্ধ। তাছাড়া নতুন করে কোনো কারখানাও গড়ে ওঠেনি। লোকসভা ভোটের আগে গৌরীপুর জুটমিল খোলার মিথ্যা আশ্বাস দিয়ে ওরা ভোট আদায় করেছে।

এদিন তিনি বলেন, এবার বলপূর্বক হকার উচ্ছেদের প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলনে করবে বিজেপির ব্যারাকপুর সংগঠনিক জেলা। অর্জুন সিংয়ের দাবি, রুটিরুজি হারানো হকারদের পাশে দাঁড়িয়ে পুনর্বাসনের দাবিতে তারা জোরদার আন্দোলনে নামবেন। পুলিশ কমিশনারের কাছে তারা স্মারকলিপি জমা দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *