Kolkata Police, Kasba, কসবা ল’ কলেজ নিয়ে বিবৃতি দিল কলকাতা পুলিশ

আমাদের ভারত, কলকাতা, ৩০ জুন: “কলকাতা পুলিশ অপরাধীদের সর্বোচ্চ কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগীর যত তাড়াতাড়ি সম্ভব ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।” ওই ঘটনা নিয়ে প্রবল বিতর্কের মধ্যে সোমবার এই বিবৃতি দিল লালবাজার কর্তৃপক্ষ।

বিবৃতিতে বলা হয়েছে, “কসবা ল’ কলেজ মামলার সর্বশেষ পরিস্থিতি, ১২ ঘন্টারও কম সময়ের মধ্যে এফআইআর-এ নাম উল্লেখিত তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। প্রমাণের ভিত্তিতে আরও একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী এবং অভিযুক্তদের মেডিকেল আইনি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ঘটনাস্থলের ফরেনসিক পরীক্ষা করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিবিড় তত্ত্বাবধানে একটি বিশেষ তদন্ত দল তদন্ত তদারকি করছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *