আমাদের ভারত, ৩০ জুন: “সাঁওতাল হুলের গৌরবময় উত্তরাধিকারের প্রতি সম্মান জ্ঞাপন এবং জাতীয় চেতনায় তার সঞ্চার ঘটানোই হুল দিবস উদ্যাপনের মূল সার্থকতা।” সোমবার রাজভবন থেকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে এ কথা জানান।
পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল ঔপনিবেশিক শাসনের শোষণ, বৈষম্য, নিপীড়ন ও দমন নীতির বিরুদ্ধে ১৮৫৫ সালের মহৎ সাঁওতাল হুলে অগ্রণী ভূমিকা পালনকারী বীর বিপ্লবী সিধো ও কানহো-র প্রতি রাজ্যপাল বোস গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এক্সবার্তায় রাজ্যপালের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক লিখেছেন, “প্রতি বছর ৩০শে জুন পালিত হয় হুল দিবস, যা সাঁওতাল জাতির ঐতিহাসিক আত্মত্যাগ, সাহসিকতা ও ন্যায়ের জন্য সংগ্রামের স্মৃতিচিহ্ন বহন করে। এই দিনটি আমাদের জাতীয় ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে প্রতিফলিত হয়, যেখানে আমরা সাঁওতাল জনজাতির বলিষ্ঠ প্রতিরোধ ও আদর্শের প্রতি কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা নিবেদন করি।”