পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুন: বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে গ্রেপ্তার করার প্রতিবাদে রাজ্যজুড়ে চলছে বিজেপির প্রতিবাদ কর্মসূচি। রবিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় বাজারে মশাল হাতে নিয়ে মিছিল করলো বিজেপি নেতা- কর্মীরা। এইদিন গোটা গোয়ালতোড় বাজার এলাকা এই মশাল মিছিল পরিক্রমা করে।
অন্যদিকে এই ঘটনার প্রতিবাদে মশাল হাতে বিক্ষোভ মিছিল করলো বিজেপি মহিলা মোর্চার। রবিবার সন্ধে ৭.৩০ মিনিট নাগাদ মেদিনীপুর শহরের বটতলার চক থেকে মিছিল বের হয়ে মেদিনীপুর শহরের রিং রোড প্রদক্ষিণ করে। এই মিছিল থেকে রাজ্যের শাসক দল তৃণমূলকে এই ঘটনার জন্য তীব্র ধিক্কার জানান বিজেপি মহিলা মোর্চার নেতৃত্বরা। এই মিছিলে নেতৃত্ব দেন মহিলা মোর্চার সভাপতি পারিজাত সেনগুপ্ত সহ অন্যান্য বিজেপির জেলা নেতৃত্ব।