সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৭ সেপ্টেম্বর: গণেশ চতুর্থীর শুভ লগ্নে খুঁটি পুজোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল বাঁকুড়ার প্রথম সর্ব্বজনীন দুর্গাপুজোর প্রস্তুতি। আজ সকালে বাঁকুড়া বঙ্গবিদ্যালয় মাঠে খুঁটিপুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুজো কমিটির সভাপতি সাংসদ অরূপ চক্রবর্তী, কার্যকরী সভাপতি অলকা সেন মজুমদার, উপ পৌরপ্রধান হিরণ চট্টরাজ সহ কর্মকর্তারা।
উল্লেখ্য, স্বাধীনতা আন্দোলনের সময় বাঁকুড়ার স্বাধীনতা সংগ্রামীরা বাঁকুড়ায় ঘটা করে এই পুজোর সূচনা করেন। আধ্যাত্মিক শক্তির আরাধনা ও মনোবল বৃদ্ধির উদ্দেশ্যে এই পুজো তৎকালীন সময়ে আলোড়ন সৃষ্টি করে এবং এটাই বাঁকুড়ায় প্রথম সর্বজনীন দুর্গাপুজো। তারপর থেকেই ধারাবাহিকভাবে এই পুজো অনুষ্ঠিত হচ্ছে। এই বছর ৯৬ বছরে পড়লো এই পুজো। বর্তমান কমিটির কার্যকরী সভাপতি অলকা সেন মজুমদার বলেন, খু্ঁটি পুজোর পর থেকেই পুজোর প্রস্তুতি শুরু হবে। এবার প্রায় পাঁচ লক্ষ টাকার বাজেট করা হয়েছে। চিরাচরিত প্রথা অনুযায়ী সর্বসাধারণের কাছ থেকে গৃহীত অনুদানেই পুজো সম্পন্ন হয়।