Dev, TMC, Ghatal, কথা রাখলেন, ঘাটাল লোকসভা কেন্দ্রে বৃক্ষরোপণের কাজ শুরু করলেন দেব

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ জুন: কথা দিয়েছেলিনে তিনি। প্রাপ্ত ভোটের সমসংখ্যক বৃক্ষরোপণ করবেন। কথামতো নিজের ঘাটাল লোকসভা কেন্দ্রে বৃক্ষরোপণের কাজ শুরু করলেন দীপক অধিকারী। প্রাথমিক ভাবে তিনি নিজের লোকসভা কেন্দ্রে প্রায় ২ লাখ গাছ লাগাবেন।

প্রসঙ্গত, ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি যত ভোট পাবেন তত গাছ লাগাবেন তাঁর লোকসভার সাতটি বিধানসভা এলাকায়। নির্বাচনে জয়লাভ করার আগেই দেব-এর তরফে গাছের চারা কেনার জন্য নার্সারিতে বরাত দেওয়ার কাজ শুরু করে দিয়েছিল তৃণমূল নেতৃত্বরা। দেব ভোট পেয়েছেন ৮,৪১,১৯৫ টি। বিজেপির থেকে তাঁর ব্যবধান রয়েছে ১,৮২,৮৬৮। ফলাফল প্রকাশিত হয়েছে, পাঁচদিন হয়ে গিয়েছে। এবার নিজের এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করলেন দেব।

প্রথমে তিনি ঘাটাল লোকসভা কেন্দ্রের সবং ব্লকের দেভোগ গ্রাম পঞ্চায়েতের উচিতপুরের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেন। এ ব্যাপারে তিনি বলেন, ঘাটাল লোকসভায় ৭টি বিধানসভা কেন্দ্রে আজ রবিবার বৃক্ষরোপণ করবো। প্রথম সবংয়ে ৬০০ বৃক্ষরোপণ করা হয়েছে।

আমি আগে সিদ্ধান্ত নিয়েছিলাম, যতগুলো ভোট পাব তত গাছ লাগাবো। তবে জয়ের পর সিদ্ধান্ত বদল করলেন অভিনেতা সাংসদ দেব। যতগুলো ভোট পেয়েছেন ততগুলি নয়, বরং যত সংখ্যায় ভোট পড়েছে ঘাটাল লোকসভায় ততগুলি বৃক্ষরোপণ করবেন দেব। প্রথম দিনের টার্গেট অনুযায়ী দশ হাজার গাছ লাগাবেন। ধাপে ধাপে সেই সংখ্যাটা ১৫ লক্ষে পৌঁছাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *