BJP, Bankura, বাঁকুড়া লোকসভার রঘুনাথপুরের বেশ কিছু বুথে বিজেপির পক্ষে ভোট মাত্র ২- ৩টি করে, কী বলছেন বিশ্লেষকরা?

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৯ জুন: বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অধীন পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভার বেশ কিছু বুথে বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকার খুব কম ভোট পেয়েছেন, এমনকি মাত্র দুটি ভোটও পেয়েছেন কয়েকটি বুথে। এই বিধানসভা কেন্দ্রের ১০৫ ও ১০৭ নং ভোট গ্রহণ কেন্দ্রে বিজেপি প্রার্থী মাত্র দুটি করে ভোট পেয়েছেন। যেখানে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী যথাক্রমে ৬৭৪ ও ৪৫৬টি ভোট পেয়েছেন। বিজেপি প্রার্থী ডাঃ সরকার ১০৮ নম্বর বুথে ৭টি ভোট পেয়েছেন। এই বুথে তৃণমূল প্রার্থী পেয়েছেন ৪৬২টি ভোট। এখানকার ৩০ নম্বর বুথে ডাঃ সুভাষ সরকার ১৩টি ও অরূপ চক্রবর্তী ৯৪৮টি ভোট পেয়েছেন।

এই বিধানসভা এলাকার ১০৪, ৬৭ ও ৭২ নাম্বার বুথে বিজেপি প্রার্থী যথাক্রমে ২৮, ৩২ ও ৩৭টি ভোট পেয়েছেন যেখানে তৃণমূল প্রার্থী ৫০৫, ৬০৭ ও ৬৮০টি ভোট পেয়েছেন। এছাড়া ২৭০ ও ২৫২ বুথে ডাঃ সরকার ৭১ ও ৭৭টি ভোট পেয়েছেন। যেখানে তৃণমূল প্রার্থী পেয়েছেন ২৭০ ও ৩৮০ ভোট। অন্যদিকে এই বিধানসভা কেন্দ্রে কিছু বিচিত্র ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রগুলি হল- ১৩৮, ১৬২ ও ১৬৮। এই বুথগুলিতে যথাক্রমে ৫, ২২ ও ২৪ জন ভোট দিয়েছেন। এই তিনটি কেন্দ্রে তৃণমূল যথাক্রমে ৩, ১৬ ও ৩০টি এবং বিজেপি প্রার্থী ১, ৩ ও ১২ টি ভোট পেয়েছেন।

রাজনৈতিক মহলের বক্তব্য, কোনো নির্বাচনে এধরনের ভোট তখনই পড়ে, যখন সেই এলাকায় সাংগঠনিক দুর্বলতা থাকে। এই রঘুনাথপুর বিধানসভা এলাকায় তৃণমূল ও বিজেপির জনপ্রিয়তা প্রায় সমান রয়েছে। অথচ ভোট প্রাপ্তিতে বিরাট ফারাক দেখা যাচ্ছে। লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল ৯১৭৮০ ও বিজেপি ৯১৩২৫টি ভোট পেয়েছেন। বিজেপি প্রার্থী মাত্র ৪৫৫টি ভোট কম পেয়েছেন।

স্থানীয় বিজেপি নেতাদের বক্তব্য, এধরনের ভোট পড়ার কথা নয়। এধরনের ভোট পড়ার বিষয় নির্বাচন কমিশন ও দলের উচ্চ নেতাদের দেখা দরকার। রঘুনাথপুর বিধানসভার ভোট দানের এই নজির বাঁকুড়া লোকসভা কেন্দ্রের আর কোথাও নেই।

এ প্রসঙ্গে বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকার বলেন, এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *