BSF, Gold বিএসএফের ৩২ ব্যাটেলিয়নের তৎপরতায় ৩ কোটি টাকার বেশি সোনার বিস্কুট উদ্ধার

মিলন খামারিয়া, আমাদের ভারত, কৃষ্ণনগর, ৯ জুন : নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ ব্লকের অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্তে সোনার বিস্কুট উদ্ধার করল বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়ান। গতকাল গভীর রাতে বিএসএফের কাছে গোপন সূত্রে খবর আসে। সেই খবর পাওয়ার পর বিএসএফ বিশেষ অভিযান চালায় এবং সেই অভিযান চালিয়ে টুঙ্গি সীমান্তের কাছে কাজিবাগান নামক জায়গা থেকে উদ্ধার হয় সোনার বিস্কুট ও সোনার বারI

জানাগেছে, বাংলাদেশের পাচারকারীরা সোনার বিস্কুটগুলো ভারতের সীমান্তের পাচারকারীদের দিকে ছুড়ে দেয়। সেই সময় কর্তব্যরত বিএসএফ জওয়ানরা দেখতে পায় এবং দেখতে পেয়ে ভারত ভূখন্ডে যেসব চোরাচালানকারীরা ছিল তাদের ধাওয়া করে। জওয়ানদের তড়া খেয়ে সোনার বিস্কুট ও বার ফেলে রেখে পালিয়ে যায় দুষ্কৃতিরা। উদ্ধার করা সোনার বিস্কুট ও বারের ওজন সাড়ে ৪ কেজির বেশি, যার আনুমানিক বাজার মূল্য সোয়া ৩ কোটি টাকা বা তারও অধিক।

এরপুর ঐ সোনার বিস্কুট ও বার বিএসএফের ৩২নম্বর ব্যাটেলিয়ন কাস্টমসের হাতে তুলে দেয়। বিএসএফের কাছে এটা একটা বড় সাফল্য। এমন ঘটনা ভবিষ্যতে ঘটার সম্ভাবনা থাকলে আবারও তারা পাচারকারীদের রুখে দিতে পারবেন বলে মনে করছেন। তাতে সীমান্তে চোরাচালনকারীদের কারবার বন্ধ হবে বলে তারা আশাবাদী।


বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়নের কমান্ড্যান্ট সুজিত কুমার বলেন, “আমাদের কাছে রাতে খবর ছিল যে আজ সোনা পাচার করা হবে। সেই মতো আমরা আমাদের ফোর্সদের জানিয়ে রেখেছিলাম। তারপর গভীর রাতে বাংলাদেশ বর্ডারের ওপাশ থেকে পাচারকারীরা সোনা পাচারের উদ্দেশ্যে ভারত সীমান্তে রেখে গেলে আমরা তা উদ্ধার করি। পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এই কাজে গ্রামবাসীরা আমাদের বিশেষ ভাবে সাহায্য করছেন। সন্দেহজনক ব্যক্তি গ্রামে এলেই তারা আমাদের জানাচ্ছেন। গ্রামবাসীদের সহযোগিতায় আমরা এমন চোরাচালানকারীদের কারবার রুখে দিতে সমর্থ হচ্ছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *